সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অসাধু ডিস ব্যবসায়ীদের অবৈধ বিদ্যুৎ সংযোগের ঝুলন্ত তারে স্পর্শে একটি পিকআপ ভ্যানে আগুন লেগেছে।
শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি ব্রিজ এলাকা এ ঘটনা ঘটে। পুলিশ, পল্লী বিদ্যুৎ অফিস ও স্থানীয়রা জানায়, আড়াইহাজার উপজেলায় ডিস ও ওয়াইফাই ব্যবসায়ীরা অবৈধ বিদ্যুৎ সংযোগে চালাচ্ছেন প্রায় তিন হাজার কন্টোলার। ফলে প্রায়ই আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটেই চলছে। শনিবার দুপুরে ঢাকা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের কালিবাড়ি ব্রিজ এলাকায় উপর বিদ্যুতের অবৈধ সংযোগের জন্য আংটা লাগানো তার ঝুলে থাকা তারের স্পর্শে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের স্পর্শে হয়। মুহুর্তে মধ্যে পুরো গাড়িতে আগুন ধরে যায়। আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ছুটাছুট করতে থাকে। এসময় স্থানীয়রা বালু দিয়ে আগুন নেভানো চেষ্টা করে। পরে আড়াইহাজার ফায়ার সার্ভিসের দুইটি ইউটিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন পিকআপ ভ্যানের হেলপার সামিউল। তাকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের স্টেশন অফিসার শাজাহান হোসেন জানান, কীভাবে পিকআপ ভ্যানে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে ধারণা করা হচ্ছে, মহাসড়কের পাশের ঝুলন্ত তারের স্পর্শে পিকআপে আগুন লাগে। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আড়াইহাজার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান জানান, জোনাল অফিস থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিরাপদ বিদ্যুৎ সরবরাহের স্বার্থে অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণে এই দূর্ঘটনা ঘটেছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অবৈধ ডিস ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।