নাগরিকত্ব পেয়েছিলেন আগেই। কিন্তু বাংলাদেশ পাসপোর্ট ঝুলে ছিল এলিটা কিংসলের। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। বুধবার তার হাতে ১০ বছর মেয়াদের সবুজ ই-পাসপোর্ট তুলে দেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
নাইজেরিয়ান এই স্ট্রাইকার ঘরোয়া ফুটবল খেলতে এসেছিলেন বাংলাদেশ। এরপর বাংলাদেশের মেয়েকে বিয়ে করে থিতু হয়েছেন এখানে। বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্বের আবেদন করেছিলেন তিনি। অনেক কাঠখড় পুড়িয়ে গত মার্চে পান নাগরিকত্ব। বাংলাদেশের নাগরিকত্ব পেতে তাকে ছাড়তে হয়েছে জন্মভূমি নাইজেরিয়ার নাগরিকত্ব।
নাগরিকত্ব পাওয়ার পরই বাংলাদেশের জার্সিতে এলিটার খেলার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু পাসপোর্ট তৈরি না হওয়ায় চাইলেও তা সম্ভব ছিল না। পাসপোর্ট জটিলতায় বসুন্ধরা কিংসের হয়েও খেলতে পারেননি এএফসি কাপ।
এবার সব জটিলতার অবসান হওয়ায় বাংলাদেশের জার্সিতে তার খেলার প্রবল সম্ভাবনা তৈরি হলো। সামনে এশিয়ান কাপের বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। কোচ জেমি ডে চাইলে তখন দলে নিতে পারবেন এই তারকাকে। সেরকম হলে তৈরি হবে নতুন ইতিহাস। বিদেশি বংশোদ্ভূত কেউ প্রথম খেলবেন বাংলাদেশের কোন দলে।