অবশেষে প্রায় ১৬ মাস পর প্রবাসী কর্মী ও বিদেশি পর্যটকদের প্রবেশে অনুমতি দিচ্ছে মালয়েশিয়া।
করোনা মহামারির কারণে দেশটিতে এত দিন অভিবাসন ও পর্যটনে নিষেধাজ্ঞা ছিল।
শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কথা জানান।
গত মাসে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, শ্রমিক সংকটে ভুগছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ।
বৃক্ষরোপণ খাতে ৩২ হাজার বিদেশি কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছিল।
মালয়েশিয়া রাবার গ্লাভস থেকে আইফোন পার্টস পর্যন্ত সবকিছু উৎপাদনে প্রায় ২০ লাখ নথিভুক্ত অভিবাসী শ্রমিকের ওপর নির্ভরশীল।
Drop your comments: