অবশেষে পদত্যাগ করতে রাজি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, স্যার গ্রাহাম ব্র্যাডির সাথে কথা বলেছেন বরিস জনসন এবং পদত্যাগ করতে রাজি হয়েছেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সাড়ে ৮টায় এ সিদ্ধান্ত নেন তিনি। এর আগে একদিনের ব্যবধানে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ৪০ মন্ত্রীসহ বেশ কয়েকজন সহযোগী। মঙ্গলবার স্বাস্থ্য ও অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সাজিদ জাভিদ ও ঋষি সুনাক। দু’জনেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এরপরই মূলত হিড়িক পড়ে যায় পদত্যাগের। একে একে মন্ত্রিসভা ছাড়েন অনেকে।
করোনাবিধি অমান্য করে মদের পার্টি দেয়া ছাড়াও সম্প্রতি নানা বিতর্কের জন্ম দিয়েছিলেন বরিস জনসন। এর জেরে গত মাসে আস্থা ভোট হলেও সেখানে উৎরে যান বরিস জনসন।
Drop your comments: