আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সন্ধ্যা রানী সাহা অফিস ফাঁকি দিয়ে সপ্তাহে ২/৩ দিন থাকেন গাজীপুর এর বাসায়।
এমন অভিযোগ এর সত্যতা যাচাই করতে রবিবার (২১ আগষ্ট) সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত তার অফিসে অবস্থান করে সন্ধ্যারানী সাহার দেখা না পেয়ে অনেকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যাইনি। প্রতিবেদক এর ফোন না ধরায় অফিসের লোকদের দিয়ে ফোন করালেই তিনি রিসিভ করেনি।
জানা যায়, শিক্ষা অফিসার সন্ধ্যা রানী সাহা প্রায় সপ্তাহে বুধবার অফিস করে গাজীপুর চলে যান আসেন সোমবারে। যদি কোন সরকারি বিশেষ প্রোগ্রাম থাকে তাহলে তিনি কামারখন্দ থাকেন। এছাড়াও যে কয়েকদিন অফিস করেন দুপুর এর আগে তাকে অফিসে পাওয়া দুষ্কর।
এসময় শুধু মাত্র কামারখন্দ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী সাইদুল ইসাম কে অফিসে পাওয়া যায়। তাকে অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ম্যাডাম গাজীপুর আছে তার সাথে ফোনে কথা হয়েছিল তিনি সরাসরি গাজীপুর থেকে এসে ইস্কুল ভিজিটে যাওয়ার কথা আর বাদ বাকি কর্মচারীরা ইস্কুল ভিজিটে গিয়েছে।
বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ এর কাছে গেলে তিন বেশ কয়েক বার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সন্ধ্যা রানী সাহার মুঠোফোনে ফোন দিয়ে কোন সাড়া পায়নি।