প্রধানমন্ত্রী পদে বরিস জনসন বহাল থাকতে পারবেন কিনা তা নির্ধারিত হতে যাচ্ছে আজ সোমবার (৬ জুন)। এদিন সন্ধ্যায় যুক্তরাজ্যের হাউজ অব কমন্সে সশরীরে ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে। এ ভোটে পরাজিত হলে বরিস জনসনের প্রধানমন্ত্রীত্বের অবসান ঘটবে। খবর বিবিসির।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন রক্ষণশীল দলের অন্যতম সংসদ সদস্য গ্রাহাম ব্র্যাডি জানিয়েছেন, যথেষ্ট পরিমাণ সংসদ সদস্য চিঠির মাধ্যমে এ ভোট আয়োজনের অনুরোধ জানিয়েছেন। দলটির মোট সংসদ সদস্যের ১৫ শতাংশ বা অন্তত ৫৪ জন নির্বাচিত সংসদ সদস্য এরকম অনুরোধ জানালে অনাস্থা ভোট আয়োজনের বাধ্যবাধকতা চলে আসে। ১৫ শতাংশের নির্ধারিত সীমা পার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
হাউজ অব কমন্সে রক্ষণশীল দলের ৩৫৯ জন সংসদ সদস্য রয়েছেন। ভোটে হারলে প্রধানমন্ত্রীর পাশাপাশি দলের নেতৃত্বও হারাবেন বরিস জনসন। আর যদি জেতেন, তাহলে আগামী ১ বছর তার বিরুদ্ধে কোনো ধরনের অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যাবে না।
গত কয়েক মাস ধরে নৈতিকতা সংক্রান্ত বিভিন্ন ধরনের কেলেঙ্কারির অভিযোগ মোকাবেলা করতে হচ্ছে বরিস জনসনকে। বিশেষ করে, করোনা মহামারির মধ্যে সরকারি ভবনে আইন ভঙ্গ করে অনুষ্ঠান আয়োজন করে বেশ বিতর্কিত হয়েছেন।
এখন তার দলের অনেক নেতাই মনে করছে, বরিস জনসন ২০১৯ সালের নির্বাচনে বিশাল জয় এনে দিলেও এ মুহূর্তে তিনি দলের জন্য বোঝা।