
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান শহর দুবাই এবার আনুষ্ঠানিকভাবে অত্যাশ্চর্য নতুন এক ম্যানগ্রোভ বনের অধিকারী হলো। দুবাইয়ে প্রাকৃতিক সমুদ্র সৈকতের তীরে গড়ে তোলা এই ম্যানগ্রোভ ফরেস্ট সামুদ্রিক ঘাসে আচ্ছাদিত মাটিতে ম্যানগ্রোভ গাছে ঘেরা।
পরবর্তী দশকের মধ্যে দুবাইয়ে ৬০ শতাংশ বনভুমি গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে গড়ে তোলা হয়েছে এই ম্যানগ্রোভ বন। দুবাই শহরের প্রাণকেন্দ্রে গেলেই চোখ পড়ছে বনটি। শহরটির জেবেল আলী বন্যজীবন অভয়ারণ্যে অবস্থিত এই ম্যানগ্রোভ ফরেস্টে প্রবাল প্রাচীর, ম্যানগ্রোভ গাছ এবং সমুদ্রের ঘাস আচ্ছাদিত ভূমিসহ একটি প্রাকৃতিক সৈকত থাকবে।
আমিরাতের পরিবেশ বিশেষজ্ঞরা সমুদ্রতীরে মনোনীত এই বিশেষ জমিকে (সুরক্ষিত অঞ্চল) একটি পূর্ণ বনে পরিণত করার কাজ চালিয়ে যাবেন। সেখানে পরিবেশবীদরা নতুন নতুন ম্যানগ্রোভ গাছ লাগাবেন। ৪-৫ বছরের ম্যানগ্রোভ গাছও সেখানে রোপণ করবেন তারা। এই ম্যানগ্রোভ ফরেস্টকে সমুদ্রের নোনা পানি পরিশোধনের প্রকৃতিক শোধনাগার হিসেবে গড়ে তোলা হচ্ছে।