বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারের মক্কা অটো রাইস মিলের গোডাউন হতে ২২২ বস্তা সরকারী চাল উদ্ধার করেছেন জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকতার্রা। মঙ্গলবার সন্ধ্যায় দু’ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে এই চাল জব্দ করে খাদ্য গুদামে নিয়ে আসা হয়েছে। অভিযান চালিয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মারজানা আক্তার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই চাল জব্দের আদেশ দেন।
এসময় অবৈধভাবে লাইসেন্সবিহীন চাল ব্যবসা পরিচালনা করার অপরাধে মিল মালিক মোহাম্মাদ আলীর জামাতা ও মিলের তত্ত্বাবধায়ক আল মামুনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।খাদ্য বিভাগ জানায়, মঙ্গলবার বিকালে তাদের কাছে খবর আসে বাগেরহাট সদর উপজেলার চুলকাটি বাজারের মক্কা অটো রাইস মিলের গোডাউনে সরকারী চাল রয়েছে। এমন খবরের ভিত্তিতে জেলা খাদ্য নিয়ন্ত্রন এস এম তাহাসানুল হকের নেতৃত্বে একদল প্রশাসনিক কর্মকতার্ চুলকাটি বাজারের মক্কা অটো রাইস মিলের গোডাউনে অভিযান চালায় দু’ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সরকারী সিলযুক্ত এবং বিক্রয় নিষিদ্ধ ২২২ বস্তা (৭টন) সরকারী চাল দেখতে পেয়ে তা জব্দ করেন। অটো রাইস মিলের গোডাউনে সরকারের বিক্রয় নিষিদ্ধ ২২২ বস্তা চাল বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে ডিলার মো. মোস্তাফিজুর রহমানের বলে খাদ্য বিভাগ নিশ্চিত হয়েছে। এঘটনায় খাদ্য বিভাগ ডিলার মোস্তাফিজুররহমানকে আসামী করে মামলা করেছে।