মো রাসেল ইসলাম: যশোরের বেনাপোল বাজারে আগুন নেভানোর ব্যবস্থা না থাকায় হেলে পড়া ৫ তলা ভবনটি এবার ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন বেনাপোল ফায়ার সার্ভিস।
সোমবার সকালে ফায়ার সার্ভিস কতৃপক্ষ অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা সম্বলিত দুটি ব্যানার ঝুলিয়ে দিয়েছেন ভবনের দু’পাশে।
বেনাপোল ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, পৌরসভা তৈরি হওয়ার আগে এই ভবনটি তৈরি হয়েছে। ভবনটি বর্তমান অধিক ঝুঁকিপূর্ণ। সেই সাথে এখানে নেই কোন পানি নিষ্কাশনের ব্যবস্থা, নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা। এই ভবনটি যে কোন মুহূর্তে ভেঙে পড়ার ঝুঁকি সহ ভয়াবহ অগ্নি ঝুঁকিতে রয়েছে।জনজীবনের জন্য হুমকিস্বরূপ বিবেচনা করে ভনটি অগ্নি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে মানুষকে সচেতন করার লক্ষ্যে আমরা পরামর্শ দিচ্ছি।
Drop your comments: