চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ করা তরুণ অলিউর রহমানের (২০) ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর সহকর্মী রুয়েল।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের বিএম কনটেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় লাইভে থেকে সবাইকে আগুনের খবর দিচ্ছিলেন অলিউর রহমান। হঠাৎ অনেক শব্দে বিস্ফোরণ হয়, এতে আশপাশ অন্ধকার হয়ে যায়।
এ সময় হাতের মোবাইল ছিটকে যায় অলিউর রহমানের। তারপর চারদিকের আহাজারি, চিৎকার শোনা গেলেও অলিউর রহমান কোথায়, কী অবস্থায় আছেন, তা তৎক্ষণাৎ জানা যায়নি। পরে তাঁর সহকর্মী রুয়েল জানান, লাইভ করতে করতেই মৃতু হয় অলিউর রহমানের।
রুয়েল বলেন, ‘যখন বিস্ফোরণ ঘটে, তখন রাতের খাবারের সময় ছিল। খাবারের জন্য ডিপো থেকে চলে আসি আমরা। কিন্তু, ফেসবুকে লাইভ করার জন্য অলিউর সেখানে থেকে যায়।’ তিনি আরও বলেন, ‘অলিউর আর বেঁচে নেই। তার ক্ষতবিক্ষত মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এখন তার মরদেহ নেওয়ার জন্য স্বজনেরা চট্টগ্রাম যাচ্ছে।’
এদিকে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। চিৎকার, কান্না আর আহাজারিতে ভারী পুরো হাসপাতাল। হাসপাতালের সামনে হতাহতের স্বজনদের নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।
বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।