আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু করতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের কাছে এ মনোভাব ব্যক্ত করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সাংবিধানিকভাবে আইন ও বিধান অনুযায়ী দায়িত্ব পালনের শপথ নিয়েছি। সুষ্ঠু নির্বাচন করার প্রয়াসের কোন ত্রুটি থাকবে না। সর্বপ্রয়াস, সর্বশক্তি দিয়ে অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করব।’
তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আপনারা সরকারকে প্রস্তাব দিবেন কি না এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘এই বিষয়ে আমরা কিছুই বলবো না। কারণ, আমরা আইন ও সাংবিধানিক বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা করবো বলে শপথ নিয়েছি। আপনারা যে, কাজগুলোর কথা বলছেন সেগুলো রাজনৈতিক নেতৃত্বের ব্যাপার। তারা তাদের মতো আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নিবেন। আজকে আমরা সব শুনেছি, কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সবার মতামতই আমরা পর্যালোচনা করব।’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা কিন্তু আপনাদের সাপোর্ট চাই। আমরা সামগ্রিকভাবে মনে করি যেকোনো কাজে উপেক্ষা করার কোনো উপায় নেই এবং মিডিয়াই কিন্তু সবকিছু প্রতিফলিত করে। আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করবার চেষ্টা করব।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা সবেমাত্র নির্বাচন কমিশনে নিযুক্ত হয়েছি। নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন সংশ্লিষ্ট সবার মতামত নেওয়ার প্রয়োজন থেকেই সংলাপ করা হচ্ছে।’
কুমিল্লা সিটি করপোরেশন সময়মতো নির্বাচন না করার ব্যাখ্যায় কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন করার জন্য আমাদের ১৮০ দিন সময় ছিল, তার মধ্যে ১৩৫ দিন চলে গেছে। আমরা কেউ কেউ মনে করেছি আগামী ৩০ দিন বা ৪০ দিনের মধ্যে নির্বাচনটা করতে হবে। আবার কেউ কেউ বলছেন, আইনগত বাধ্যবাধকতা আছে। আমরা সহকর্মীদের মতামত নিয়েছি। কেউ কেউ বলেছেন, এটা সম্ভব নয়। তাই আমরা একটু সময় বাড়িয়ে দিয়েছি। কারণ রোজা চলছে, ঈদের বন্ধ আছে নয়-দশ দিন।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘শুরুর পরীক্ষায় যেনো উতরিয়ে উঠতে পারি, সেই জন্য একটু সময় নিয়েছি। সামান্য কিছু সময় বাড়িয়ে আমরা বলেছি- আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সংক্ষিপ্ততম সময়ের মধ্যে নির্বাচনটা করতে। কারণ যে সময়টা আছে ১৬ মে, এই সময়ের মধ্যে সম্ভব নয়। কারণ আদালতের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন করণে আমাদের ওই সময়টা কমে গেছে। গত পরশু স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে, সমস্ত অন্তরায়ের উত্তরণ ঘটেছে। আপনারা নির্বাচন অনুষ্ঠান করতে পারেন।’