![InShot_20230523_130805213](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/05/InShot_20230523_130805213.jpg)
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহিংসতা সংক্রান্ত আটটি মামলায় জামিন পেয়েছেন। মঙ্গলবার ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত এ জামিন দেন। আগামী ৮ জুন পর্যন্ত আদালত এই জামিন মঞ্জুর করেন। খবর- ডনের।
এদিকে, আল কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ৩১ মে পর্যন্ত জামিন পেয়েছেন। তিনি গ্রেপ্তার ঠেকাতে জামিন চেয়ে আদালতে আবেদন করেছিলেন।
আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খান আজ (মঙ্গলবার) ইসলামাবাদে জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) সামনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই এর হাজার হাজার সমর্থক এখনো পুলিশের হাতে বন্দি। ইমরানকে একটি দুর্নীতির মামলায় গ্রেফতারের পর এরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছিলেন। তখন সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় আক্রমণ থেকে শুরু করে অনেক সহিংসতা হয়েছিল।
কিছুদিন আগে ইমরান খানকে গ্রেপ্তারের পর সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করলে তিনি জামিনে মুক্তি পান।
এদিকে পাকিস্তানে এখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। পাশাপাশি দেশটিতে চলছে চরম অর্থনৈতিক সংকট। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন তলানিতে, যা দিয়ে আর মাত্র এক মাসের আমদানি খরচ মেটানো সম্ভব।
পাকিস্তানে খুবই ক্ষমতাধর সেনাবাহিনীর বিরুদ্ধে এখন প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করা হচ্ছে, যা দেশটিতে এক বিরল ঘটনা।
ইমরান খান সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছেন যে, তাকে ব্যক্তিগতভাবে টার্গেট করা হচ্ছে। অন্যদিকে জেনারেলরা হুঁশিয়ারি দিচ্ছেন ইমরান খান দেশকে গৃহযুদ্ধের হুমকিতে ঠেলে দিচ্ছেন।