তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ ৫ বছর পলাতক থেকে মোশাহিদ মিয়া (৪৪) নামে এক হত্যা মামলার আসামি গ্রেপ্তার হয়েছে।
মৌলভীবাজার সদর থানার শেরপুর ফাঁড়ির এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামিকে গ্রেপ্তার করেন।
শেরপুর ফাঁড়ির ইনচার্জ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত অনুমান ৮ টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ বাজার থেকে আসামি মোশাহিদকে গ্রেপ্তার করা হয়।
আসামি মোশাহিদ মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ থানার ২০১৭ ইং সালের একটি হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি। হত্যাকাণ্ডের পর থেকে দীর্ঘ প্রায় ৫ বছর যাবত পলাতক ছিলেন মোশহিদ। গ্রেপ্তারকৃত আসামি মৌলভীবাজার সদর উপজেলার নতুন বস্তির মৃত আয়েত আলীর ছেলে। আজ শুক্রবার (৩ফেব্রুয়ারি) সকালে আসামিকে পুলিশি হেফাজতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।