বিএনপি-জামায়াত এবং সমমনা দলগুলোর ডাকা পঞ্চম দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর)। বিএনপি-জামায়াতের অবরোধ ছাড়াও তফসিল ঘোষণার প্রতিবাদে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। একই ইস্যুতে অর্ধদিবস হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোটও। ফলে চলমান অবরোধের অন্যান্য দিনের তুলনায় রাজধানীতে আজ যান চলাচল তুলনামূলক অনেকটাই কম।
সকাল থেকেই সড়কে গণপরিবহণের সংখ্যা খুবই কম। তবে ব্যক্তিগত কিছু গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা ও লেগুনা চলাচল করতে দেখা গেছে। গণপরিবহনের সংকটে অফিসগামী কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষদের বিপাকে পড়তে হয়েছে। গণপরিবহন কম থাকার সুযোগ নিয়ে ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে রিকশা ও সিএনজি অটোরিকশাগুলো। এতে সাধারণ মানুষের ভোগান্তির মাত্রা পৌঁছেছে চরমে।
অবশ্য নিরাপত্তার নিশ্চিতে সড়কের মোড়ে মোড়ে ও বিভিন্ন পয়েন্টে কঠোর অবস্থানে দেখা গেছে পুলিশকে। পাশাপাশি টহল দিচ্ছে বিজিবিও। অবরোধের সমর্থনে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো পিকেটিং কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিরোধে অবস্থান করতেও দেখা যায়নি কাউকে।
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও সকাল থেকে দেখা গেছে শুনশান নীরবতা। সেখানে আজও পুলিশের অবস্থান চোখে পড়ার মতো। সকাল থেকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাসও।