করোনাভাইরাসের ধাক্কায় অন্য যেকোনো কিছুর মতো ফুটবলেও নাকাল অবস্থা।
লকডাউন, নিরাপদ দূরত্ব আর সংক্রমণ আতঙ্ক কাটিয়ে মাঠে গড়াতে শুরু করেছে ফুটবল।
কিন্তু করোনা পিছু ছাড়েনি খেলোয়াড়দের। বিশ্বের অন্য যেকোনো প্রান্তের চেয়ে ইউরোপে ফুটবলের দাপট ঢের বেশি।
এবার করোনার আক্রমণের এক অন্য নজির দেখা গেল তুরস্ক বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে।
প্রথমার্ধ খেলা শেষ। বিরতির সময় পার করে ফের মাঠে নামার জন্য প্রস্তুত খেলোয়াড়রা।
এমন সময় মেডিকেল টিমের কাছ থেকে আসা খবরে যেন আকাশ ভেঙে পড়ে ক্রোয়েশিয়ার কোচের মাথায়।
বাজের মতো এসে পৌঁছায় ডিফেন্ডার দোমাগোই ভিদার করোনা পজিটিভ শনাক্ত হওয়ার রিপোর্ট!
ফলে ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচকে দ্বিতীয়ার্ধে আর নামাননি। বদলি হিসেবে ফিলিপ উরেমোভিচকে মাঠে নামান তিনি।
রিপোর্ট পাওয়ার পর পরই আইসোলেশনে চলে যান ৩১ বছর বয়েসি ভিডা।
করোনায় আক্রান্ত খেলোয়াড়কে মাঠে নামানোর বিষয়ে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেয় টিম ক্রোয়েশিয়া।