![IMG_20200908_192227](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/09/IMG_20200908_192227.jpg)
চলতি বছরের ১ মার্চের পর সংযুক্ত আরব আমিরাতে যাদের ভিজিট বা ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ, তাদের আগামী তিন দিনের মধ্যে দেশ ত্যাগ বা ভিসা পরিবর্তনের নির্দেশ দেয়া হয়েছে।
দেশটির নাগরিকত্ব বিষয়ক দফতরের টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, যাদের পর্যটক ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা ১১ সেপ্টেম্বরের মধ্যে কর্মী ভিসা বা ভিজিট ভিসার মেয়াদ বাড়াতে পারবেন বলেও জানানো হয়েছে। এরপরও ভিসার মেয়াদ না বাড়ালে কিংবা দেশ ত্যাগ না করলে জরিমানা দিতে হবে।
Drop your comments: