![InShot_20230705_193846910](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/07/InShot_20230705_193846910.jpg)
কাজ বা পড়ালেখার সন্ধানে প্রতিদিনই দেশের বাইরে যাচ্ছে বাংলাদেশিরা। বিশ্বের মোট ১৭৬টি দেশে রয়েছে বাংলাদেশি প্রবাসী। এসব দেশে মোট দেড় কোটি প্রবাসী রয়েছেন।
আজ বুধবার (৫ জুলাই) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রবাসী সংক্রান্ত প্রশ্নটি প্রধানমন্ত্রীর উদ্দেশে করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। এর জবাবেই শেখ হাসিনা এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সুশৃঙ্খল, নিরাপদ ও দায়িত্বশীল শ্রম অভিবাসন নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে সরকার। বর্তমানে বিশ্বের ১৭৬টি দেশে এক কোটি ৪৯ লাখের অধিক কর্মী কর্মরত রয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতাগ্রহণের পর বিগত এক যুগে পেশাজীবী, দক্ষ, আধাদক্ষ ও স্বল্পদক্ষ ক্যাটাগরিতে ৮১ লাখ ৪৭ হাজার ৬৪২ জনের বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত হয়েছে। নারীকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, প্রশিক্ষণার্থী নির্বাচন ও তাদের ওরিয়েন্টেশন কার্যক্রম জেলা পর্যায়ে সম্প্রসারণ এবং বিকেন্দ্রীকরণের ফলে গত এক যুগে প্রায় ১০ লাখ নারীকর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।’
অধিবেশনে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে গবেষণা পরিচালনা করে বঙ্গোপসাগরে ৪৭৩ প্রজাতির মাছ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১১টি নতুন প্রজাতির। ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বাংলাদেশের সাগর উপকূলে এ পর্যন্ত ১৫৪ প্রজাতির সিউইড শনাক্ত করেছেন, যার ২৭টি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এ ছাড়া গবেষণার মাধ্যমে ছয় প্রজাতির সিউইডের চাষ পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে।’