বন্যার জন্য স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা আগস্টেও অনুষ্ঠিত হবে না। আগামী মাসেও বন্যার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে সেপ্টেম্বরে হবে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা।
রোববার (১৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ১৫ সেপ্টেম্বর শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর ২৪ জুলাইয়ের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের বই দেয়া হবে। এর মধ্যে ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করা গেছে। দীর্ঘ সময় ধরে এবার পরীক্ষা নেয়া হবে না বলেও উল্লেখ করেন তিনি।
ডা. দীপু মনি এ সময় জানান, ১১ হাজার ২৬৮ সেট বই দেয়া হবে বন্যায় ক্ষতিগ্রস্থ হওয়া এসএসসি পরীক্ষার্থীদের। এছাড়া অন্যান্য শ্রেণির ক্ষতিগ্রস্তদের জন্য সিলেটে ২৫ হাজার ৬০১ এবং সুনামগঞ্জে ৭৬ হাজার ৮৯৯ সেট বই দেয়া হবে।
করোনা পরিস্থিতির কারণে অসহিষ্ণুতা বেড়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সরকার চেষ্টা করছে শিক্ষকদের ওপর হামলার ঘটনা যাতে না ঘটে। সরকার চায় না কোথায়ও শিক্ষকের অবমাননা হোক। যেখানে ঘটনা ঘটেছে সরকার ব্যবস্থা নিচ্ছে। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। শিক্ষা পাঠ্যক্রমে নৈতিক বিষয়টি থাকবে।
সম্প্রতি রাজশাহীর এক সংসদ সদস্য কর্তৃক এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার বিষয়েও কথা বলেন দীপু মনি। বলেন, এ ঘটনার তদন্ত হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনে স্পিকারের কাছে পাঠানো হবে। মন্ত্রণালয় সরাসরি সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখেই করোনা মোকাবেলা করতে চায় সরকার। ৫-১২ বয়সী শিশুদের টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। শিগগিরই টিকা দেয়া হবে।