বিশ্বে প্রথম অনুমোদিত করোনাভাইরাসের টিকা স্পুটনিক ৫ সরবরাহে এখন পর্যন্ত ১২০ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার পেয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি দেশ রাশিয়ার ভ্যাকসিন পেতে চুক্তি করেছে। ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
যে দেশগুলো স্পুটনিক ৫ পেতে চুক্তিতে এগিয়ে আছে, সেগুলো হলো ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো ও সৌদি আরব। এর বাইরেও আরও অন্তত ১০টি দেশ ভ্যাকসিন কিনতে চায় বলে জানিয়েছে রাশিয়া।
গত আগস্টের দ্বিতীয় সপ্তাহে রাশিয়ার টিকাই সাধারণ মানুষের দেহে প্রয়োগের অনুমতি পায়। এর আগে চীন জানায়, এরও আগে তারা টিকার সীমিত ব্যবহার শুরু করেছিল। তবে অনুমোদনের হিসেবে বিশ্বের প্রথম কোনো দেশে সাধারণের দেহে প্রয়োগের অনুমতি প্রথম পায় রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক–৫।
রাশিয়া ও চীনের ভ্যাকসিনের পাশাপাশি এখন অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়াল চলছে। ভ্যাকসিনের দৌড়ে আছে মডার্না ও ফাইজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ ১৭ সেপ্টেম্বরের তালিকা অনুযায়ী, এখন সারা বিশ্বে অন্তত ১৮০টি ভ্যাকসিনের উদ্যোগ চালু আছে।
ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ৩৬টি ভ্যাকসিনের। রাশিয়ার ভ্যাকসিনসহ ৯টি ভ্যাকসিন তৃতীয় ধাপের ট্রায়ালে আছে।
ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদভিত্তিক প্রতিষ্ঠান ড. রেড্ডিস ল্যাবরেটরি রাশিয়ার ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষা করছে। এরপর তারা ১০ কোটি ভ্যাকসিন বিতরণ করবে।