March 21, 2023, 4:42 pm

১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করলো বিএনপি

  • Last update: Friday, December 30, 2022

আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির গণমিছিলের আগে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হলে সরকার পাত্তা পাবে না। গণতন্ত্র হত্যা করে সরকার অলিখিত বাকশাল কায়েম করেছে।

Advertisements

ড. খন্দকার মোশাররফ আরও বলেন- যতোই গ্রেফতার-নির্যাতন হোক না কেনো, জনগণ রাস্তায় নেমে গেছে। তাদের কোনোভাবেই আর দমানো যাবে না।

এ সময়, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে দেশের অর্থনীতকে ধ্বংস করেছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। তবে সরকার সহজে ক্ষমতা ছাড়বে না, তাদেরকে বাধ্য করতে হবে বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ।

Advertisements
Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ
© 2022 | Bangla Express | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC