November 3, 2024, 11:53 am
সর্বশেষ:
সেবাগ্রহীতাদের সরাসরি সেবা গ্রহণে উৎসাহিত করে কনস্যুলেট বান্দরবানে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৮ জন গ্রেফতার করেছে পুলিশ আলফাডাঙ্গায় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা উখিয়ায় এনজিও কর্মী সদানন্দের বিরুদ্ধে অবৈধ প্রকল্প চালানোর অভিযোগ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ বান্দরবানে জাতীয় যুব দিবস উদযাপন সাতক্ষীরায় জামায়াত নেতাকে গুলি করে হত্যায় ৫৯ জনের নামে মামলা আমিরাতে সাধারণ ক্ষমার সময় দুই মাস বাড়লো শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ, মামলা না নিয়ে ওসির পক্ষপাতিত্ব আচরণ

হলদেটে দাঁত সহজেই ঝকঝকে সাদা ও সুন্দর করার উপায়

  • Last update: Monday, November 23, 2020

মিষ্টি হাসিতেই কারো মন জয় করা সম্ভব। তবে সেই হাসিতে যদি দাগ থাকে তবে তো মুশকিল। কারণ হলদেটে দাঁতের হাসি মন জয় করার বদলে আপনাকে লজ্জায় ফেলে দেবে। এছাড়া হলদেটে দাঁত সহজেই সবার চোখে লাগে, ফলে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মূলত নানা রকমের খাবার খেতে খেতে সাদা দাঁত এক সময় হলদেটে হয়ে যায়। চা-কফি পান বা ধূমপান করাতে দাঁত কালোও হয়ে যায়। অনেকের দাঁতের ফাঁকে ফাঁকে বিশ্রী দেখতে আস্তরণ, দাঁতের ওপর ছোপ, সুন্দর হাসিকেই নষ্ট করে দেয়। যার ভয়ে খোলা মনের হাসি প্রাণ থেকে আসে বটে; কিন্তু ঠোঁটের ব্যারিকেড থেকে আর বেরোতে পারে না।
তবে এসব কিছুর সমাধান মিলবে ঘরে বসেই মাত্র ১ মিনিটে। চলুন জেনে নেয়া যাক সেই উপায়টি-

এক চামচ বেকিং সোডা আর তাতে লেবু ও পানি নিয়ে ঝটপট তৈরি করে নিন একটা মিশ্রণ। ততক্ষণ পর্যন্ত ভালো করে মেশান, যতক্ষণ না তা পেস্টের মত হচ্ছে। এরপর ব্রাশে সেই বেকিং সোডা ও লেমনের পেস্ট লাগিয়ে দাঁত মাজুন অন্তত পক্ষে এক মিনিট। তারপর কুলকুচি করে নিন। এতে দাঁতে কোনো রকম খারাপ প্রভাব পড়বে না, উল্টো দাঁত হবে ঝকঝকে সাদা ও সুন্দর।

Drop your comments:

Please Share This Post in Your Social Media

আরও বাংলা এক্সপ্রেস সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2023 | Bangla Express Media | All Rights Reserved
With ❤ by Tech Baksho LLC