শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জ বানিয়াচং পৈলারকান্দি একাধিক মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল হারিছ মিয়া(৫০) ও সোহেল মিয়া(৪০) নামের হত্যাসহ একাধিক মামলার এই দুই আসামির বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের, দিক নির্দেশনায় বানিয়াচং থানাধীন বিথঙ্গল পুলিশ ফাড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক জাকির হোসেন ও এসআই মঞ্জুরুল ইসলাম প্রশাসনের টিম নিয়ে তাদের গ্রেপ্তার করে।
একই সময়ে সুজাত তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই বিপুল চন্দ্র দেবনাথ এবং এএসআই মোঃ তোহা ও সঙ্গীয় ফোর্সের সহায়তার জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃআবদাল মিয়া, শামীম আনসারী, কাজী সালেক মিয়া, উত্তর সাংগর থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত সকল আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: