স্বাস্থ্যখাতে ৫শ’ কোটি এক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে এমনটা কেউ দেখাতে পারবে না, অন্যান্য খাতে হাজার হাজার কোটি টাকা কানাডায় পাচার হয়েছে। এধরণের কিছু কি স্বাস্থ্যখাতে হয়েছে? শনিবার দুপুরে চিকিৎসক মাহমুদ মনোয়ারের শোকসভা ও দোয়া মাহফিলে অনলাইনে অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিআইবি’র রিপোর্ট দুঃখজনক। পৃথিবী প্রশংসা করলো,বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রশংসা করলো, বিভিন্ন দেশের সরকার প্রধানরা প্রশংসা করলো আর টিআইবি এসি রুমে বসে বললো আমরা কোনো রকমের শনাক্তের ব্যবস্থা করিনি অথচ পাঁচশ’রও বেশি ল্যাব স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, চুক্তি অনুযায়ী ভারত থেকে ভ্যাকসিন পাওয়া না গেলেও সরকার বসে নেই। বিভিন্ন দেশ থেকে সরকার করোনার টিকা আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসেবা খাতে যারাই দুর্নীতি করে তাদের আইনের আওতায় আনা হয়েছে।