নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য ও জীবন বিমা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। করোনা সংক্রমণের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কারণে এ নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
বীমা করার নির্দেশনা দিয়ে সম্প্রতি একটি সার্কুলারও জারি করেছে বিএসইসি।
বীমা করা সংক্রান্ত ওই সার্কুলারে উল্লেখ করা হয়েছে, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত কমিশনের ৭৭১তম কমিশন সভায় পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রাণঘাতী করোনা সংক্রমণের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কারণে পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য স্বাস্থ্য ও জীবন সুরক্ষা সংক্রান্ত বিমা নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডে (সিসিবিএল) এ কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীদের জন্য স্বাস্থ্য ও জীবন বিমা পলিসি গ্রহণ করে আগামী ২৫ জুনের মধ্যে বিএসইসিকে অবহিত করতে হবে।
এছাড়া পুঁজিবাজারে অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অবিলম্বে স্বাস্থ্য ও জীবন বিমা পলিসি গ্রহণ করে বিএসইসিকে অবহিত করতে বলা হয়েছে।