দেশে চীনের তৈরি সিনোফার্মের টিকাদান কার্যক্রম উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে উপস্থিত মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ছিল না কোনও স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব।
অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারাই স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সবসময় সোচ্চার থাকেন। কিন্তু পাবলিক পরিসরে যদি তা না মানেন তাহলে সাধারণ মানুষের কাছে ভুল তথ্য যাওয়ার শঙ্কা থাকে।
ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী
গণমাধ্যমকর্মীদের করণীয় বলতে গিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক জিটিভি ও সারাবাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, পৃথিবীর অন্যান্য দেশে যেকোনও অনুষ্ঠান কাভারে, কীভাবে কোথায় দাঁড়িয়ে করবেন তা নির্ধারণ করা থাকে। বিশেষত ক্যামেরাপারসনদের জন্য। আমাদের এখানে এটা করা হয় না। ফলে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, যা কোনোভাবেই কাম্য নয়। এটা এমন কোনও অনুষ্ঠান না, সব টেলিভিশন সেখানে যেতে হবে কেন, এসব ক্ষেত্রে আমাদের সমন্বিতভাবে কাজ করার জায়গা তৈরি করতে হবে। তা না হলে যারা স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বিষয়গুলো নিয়ে বলছেন, তাদের কথা মানুষ শুনবে কেন?
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটোমিয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ’র মহাসচিব এম এ আজিজ, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রমুখ।
এদিকে স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কেন্দ্রীয় কমিটির সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মৌলিক বিজ্ঞান অনুষদের ডিন এম ইকবাল আর্সলান বলেন, আমরা সব দায় সাধারণ মানুষকে দিয়ে দিই। আমরা বারবারই বলছি। যাদের দেখে মানুষ শিখবে, যারা মানুষকে সতর্ক থাকতে বলছেন, সবার আগে তাদেরকে সতর্ক হতে হবে। না হলে মানুষ শিখবে কেন? এ ধরনের অনুষ্ঠানে ছবি তোলার জন্য ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। আমি সেই কারণেই এখন আর যেতে চাই না।
এর আগে গত ২৭ এপ্রিল সকালে মহাখালীর বিসিপিএস প্রাঙ্গণে ‘ভ্যাকসিন ইস্যু ও সমসাময়িক নানা বিষয়াদি’ নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে নানা প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি বজায় রেখে সাংবাদিকদের বসার ব্যবস্থা করা হয়। তাছাড়া মন্ত্রীর মঞ্চের চারপাশ ঘিরে রাখা হয়, যাতে সেখানে কেউ ভিড় করতে না পারেন। করোনাভাইরাসের শুরুর সময়ে সমালোচনার মুখে পড়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
উৎসঃ বাংলা ট্রিবিউন