স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামীকাল ১ আগস্ট থেকে গার্মেন্টস শিল্প খুলে দেওয়া হচ্ছে। আমরা আশা করবো এই গার্মেন্টস শিল্প পরিচালিত হবে স্বাস্থ্যবিধি মেনে। স্বাস্থ্যবিধি মেনে চললে পরে হয়তো সংক্রমণ বাড়বে না।
শনিবার (৩১ জুলাই) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে একথা জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিন্তু স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। কাজেই সবাইকে সহযোগিতা করতে হবে। চিকিৎসক-নার্সরা চিকিৎসা দিতে পারে কিন্তু সংক্রমণ হার তো কমাতে পারবে না। কাজেই আমাদের কাজটুকু আমরা করে যাচ্ছি এবং যার যার অবস্থান থেকে সবাই যদি কাজ করেন তাহলে আমাদের দেশ খুব তাড়াতাড়ি করোনা থেকে মুক্ত হতে পারবে।
Drop your comments: