স্পেনের দক্ষিণাঞ্চলে গির্জায় ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনায় এক পাদ্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন। পরে পুলিশি অভিযানে হামলাকারীকে আটক করা হয়। খবর এনডিটিভির।
কর্তৃপক্ষ জানায়, বুধবার (২৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে আলজেসিরাস শহরের দে লা পালমা চার্চে তলোয়ার নিয়ে হামলা চালায় ওই ব্যক্তি। এতে নিহত হন চার্চের একজন পাদ্রী। এ সময় আহত হন বেশ কয়েকজন।
পরে পার্শ্ববর্তী অপর একটি গির্জায় হামলা চালায় অস্ত্রধারী ব্যক্তি। এ সময় নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক করা হয় হামলাকারীকে। কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত হামলার কারণ সম্পর্কে জানা যায় নি। তবে এটিকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছে পুলিশ।
Drop your comments: