স্ত্রী বাবার বাড়ি থেকে ফিরতে রাজি হননি। তাই থানার সামনে হাতের শিরা কেটে মোবাইলের টাওয়ারে চড়ে বসে দীনেশ রামধন নামের এক যুবক। সম্প্রতি এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়ারে। পরে পুলিশ বহু কষ্টে তাকে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। খভর আনন্দবাজার পত্রিকার।
জানা গেছে, দীনেশের স্ত্রী সম্প্রতি সন্তানসহ তার বাবার বাড়িতে চলে যান। তাকে ফেরাতে গেলে স্ত্রী ফিরে আসতে রাজি হননি। ওই যুবকের দাবি, সন্তানদের সাথেও তাকে দেখা করতে দেয়া হচ্ছে না। তাই স্ত্রীকে বাবার বাড়ি থেকে ফিরিয়ে আনতে পুলিশের কাছে অনুরোধ করেন দীনেশ। এক পর্যায়ে পুলিশের সামনেই হাত কেটে ফেলেন। এ সময় পুলিশ তাকে থামাতে গেলে পার্শ্ববর্তী একটি মোবাইলের টাওয়ারে উঠে বসেন তিনি। পরে বহু চেষ্টার পর তাকে টাওয়ার থেকে নামিয়ে হাসপাতালে ভর্তি করায় পুলিশ।
দীনেশের দাবি, পুলিশ তার অভিযোগ না নেয়ায় বাধ্য হয়ে তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। অন্যদিকে পুলিশের দাবি, দীনেশ দীনেশ মদ্যপ অবস্থায় থানায় এসেছিলেন। কারও কথা শোনার আগেই তিনি নিজের হাতের শিরা কেটে ফেলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ওই যুবক।