সৌদি আরবগামী এক যাত্রীর কাছ থেকে ১৮ হাজার পিস ইয়াবা আটক করেছে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। এ ঘটনায় যাত্রী মো. স্বপন মাতব্বরকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামে বিমানে ফ্লাইটের যাত্রী ছিলেন স্বপন মাতব্বর। দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রো-ডি’তে কর্তব্যরত স্ক্রিনার আনসার সদস্য নুরুজ্জামান ও ইউনুস আলী ব্যাগ স্ক্যানিং মেশিনে তল্লাশি করে ইয়াবা শনাক্ত করেন।
এ ঘটনায় বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।