নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের কাঠারাবো গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে সোহেল (৩৭) গত ২২/০১/২০২৩ তারিখে নিজের কারখানা হতে বাড়ির ফিরার জন্য বিকেল ৩ ঘটিয়া সময় কাউকে কিছু না বলে বেড়িয়েছিল। পরবর্তী সময় তাহার নিজ প্রতিষ্ঠানে ও নিজ বাড়িতে ফিরে যায়নি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করিয়া তাহাকে না পেয়ে, তাহার শেলক কবির(৪০) সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরী করেন যাহার নাম্বার- ১১০৮, তারিখ ২৩/০১/২০২৩।
সোহেল (৩৭) গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি ও মুখে দেড় ইঞ্চি দাড়ি আছে। নিখোঁজ হওয়ার সময় তাহার গায়ে পড়নে ছিল ফুলহাতা ব্লু রংগের গেঞ্জি ও ব্লু রংগের টাউজার। যদি কোন বেক্তি হাতার সন্ধান পায়, নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা বা তাহার শেলক কবির মিয়ার সাথে যোগাযোগ করবো জন্য অনুরোধ রইল। কবির মোবাইল নাম্বার -01826607078 ও আপনার নিকটস্থ থানায় অবগত করুন।