![InShot_20240906_184124652](https://banglaexpressonline.com/wp-content/uploads/2024/09/InShot_20240906_184124652.jpg)
সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মহজমপুর যোগীপাড়া এলাকায় শাওন মিয়া (২৪) নামের এক যুবককে হত্যার ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা। শুক্রবার দুপুরে উপজেলার তালতলা পুলিশ ফাড়িঁর সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের স্ত্রী তামান্না আক্তার, বাবা আলী আজগর ও ভাই মোতালেব মিয়া সহ এলাকার কয়েকশত নারী পুরুষ অংশ নেন। এ সময় হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবি করেন তারা।
নিহত শাওনের ভাই মোতালেব মিয়া জানান, গত ২৯ আগস্ট শিশুদের খেলায় ঝগড়াকে কেন্দ্র করে স্থানীয় ইসরাফিল মিয়া,ডাকাত শ্যামল,রিমন, রাকিব মিয়া ও রাব্বির নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে শাওন মিয়ার বাড়ীতে ভাংচুর ও লুটপাট চালায়। এসময় শাওন ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে সন্ত্রাসীরা শাওনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। শাওন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাসিঁর দাবি করেন তারা। পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার না করায় সন্ত্রাসীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে আমাদের মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি।