সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তার বয়স হয়েছিল ৮৭ বছর।
সোমবার রাত ১২টা ১৮ মিনিটে তার মৃত্যু হয় বলে গণমাধ্যমে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ।
সাজেদা চৌধুরী ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ছিলেন।তিনি এক সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা উচ্চরক্তচাপসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে আগস্টের শেষের দিকে ঢাকার সিএমএইচে ভর্তি হন।
Drop your comments: