এমিরেটস এয়ারলাইন্স ক্রমেই বিভিন্ন দেশে তাদের ফ্লাইট বাড়াচ্ছে। সেপ্টেম্বরে ৭৯ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স। সর্বশেষ যোগ হওয়া গন্তব্য হল লুসাকা।
এমিরেটস এয়ারলাইন্স ৪ সেপ্টেম্বর থেকে দুবাই থেকে সাপ্তাহিক দুটি ফ্লাইট দিয়ে লুসাকায় যাত্রীবাহী ফ্লাইট পরিষেবা পুনরায় চালু করছে। লুশাকার সেবা পুনরায় চালু করায় জাম্বিয়ায় আমিরাতের গ্রাহকদের দুবাই ভ্রমণের সুযোগ দেবে। পাশাপাশি এয়ারলাইন্সের দুবাই হাবের মাধ্যমে ইউরোপ, মধ্য প্রাচ্য, এশিয়া প্যাসিফিক এবং আমেরিকার সাথে আরও সংযোগের ব্যবস্থা করবে। লুশাকার সংযোজন এমিরেটসের নয়টি গন্তব্য সহ আফ্রিকাতে পৌঁছানোর সুযোগকে প্রশস্ত করে।
Drop your comments: