সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মাছ ধরা জাল ও ট্রলারসহ ভারতীয় চার জেলেকে আটক করা হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি টহল ফাঁড়ি এলাকার পাকড়াতলী চর থেকে বন বিভাগের সদস্যরা তাদের আটক করেন। শনিবার রাতে আটকের পর রবিবার সকাল ১০টায় বন মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটক জেলেরা হলো– ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার বাসন্তী পার্বতীপুর ২নং স্কিমের বঙ্কিম মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডল, ঝড়খালী বাসন্তীর বিবেকানন্দ পল্লী অংশের প্রফুল্ল মণ্ডলের ছেলে শিকদার কৃষ্ণ (৪৫), ঝড়খালী বাজার বাসন্তীর সুধীর সরদারের ছেলে অলোক সরদার (৩৮) এবং একই গ্রামের ধীরেন সরদারের ছেলে গুরুদাস সরদার (৪৪)।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় জেলেরা অবৈধভাবে অনুপ্রবেশ করে নানা কৌশলে দীর্ঘদিন বাংলাদেশের সুন্দরবন এলাকায় অবৈধভাবে বনজ সম্পদ আহরণ করে যাচ্ছে।