সুনামগঞ্জে সদর উপজেলায় ২০ যাত্রী নিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের সদর উপজেলার জানিগাঁও নীলপুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নিয়ে সদর উপজেলার জানিগাঁও এলাকায় সড়কের পাশে খাদে পড়ে যায়। খাদটি বন্যার পানিতে পূর্ণ ছিল। বাসটিতে ২০ যাত্রী ছিলেন। এদের মধ্যে পাঁচজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা এখনও নিখোঁজ রয়েছেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহিদুর রহমান জানান, সিলেট থেকে সুনামগঞ্জগামী বাসটি সুনামগঞ্জের জানিগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বেলা সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালাচ্ছে।
Drop your comments: