![InShot_20231208_160948703](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/12/InShot_20231208_160948703.jpg)
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ৩৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে দুবাই থেকে আসা বিজি ২৪৮ নম্বর ফ্লাইটে এই অভিযান পরিচালনা করা হয়। বিমানের একটি আসনের নিচ থেকে বিশেষভাবে মোড়ানো স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তল্লাশি শেষে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে আবারও তল্লাশি চালানো হতে পারে বিমানটিতে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার সকালে জব্দ স্বর্ণের চালান
ওসমানী বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সাজেদুল করিম জানান, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ২৮০ পিস স্বর্ণের বার রয়েছে। যার ওজন ৩২ কেজি ৭৬০ গ্রাম। এছাড়া ৬টি পেস্ট করা স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে। যার ওজন ১ কেজি ৫৯১ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা বলে জানান তিনি।
সাজেদুল করিম আরও জানান, বিমানের ৩২জে এবং ২১ এবিসি সিটের নিচ ও ওয়াশরুম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।