শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে যোগ দিতে শুক্রবার (১৮ নভেম্বর) রাত ১০ টায় ফ্লাইটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ওসমানী বিমানবন্দরে স্বাগত জানান।
এদিকে দলীয় সূত্র জানিয়েছে, মির্জা ফখরুল রাতে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেছেন।
এসময় বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ড. এনামুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
Drop your comments: