সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আট ঘণ্টা রানওয়ের লাইট বিকল থাকায় বিমানের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
পরে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে প্রকৌশলীরা সবগুলো লাইট সচল করেন।
ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে দিবাগত রাত দুইটা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অন্ধকারে ছিল।
একারণে নভোএয়ার ও ইউএস বাংলার দুটি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর শর্টসার্কিটের কারণে বিমানবন্দরের রানওয়ের লাইটগুলো নিভে যায়। আমরা তাৎক্ষণিক সেগুলো মেরামতের উদ্যোগ নিই।
রাত ১০টার দিকে কিছু লাইট সচল করা হয়। এরপরও আমরা রিস্ক নিইনি। রানওয়ের লাইটগুলো পুরোপুরি সচল না হওয়ায় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা থেকে সিলেটগামী রভো ও রাত ৮টা ২০ মিনিটে সিলেট থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়।