
সিলেট প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে দেশে এসে আটকে পড়া রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীরা আগামী ২১ দিনের মধ্যে করোনার দুই ডোজ ভ্যাকসিনের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে।
শনিবার সিলেটে ভ্যাকসিনের দাবিতে মানববন্ধনে দেশে আটকা পড়া প্রবাসীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এসময় প্রবাসীরা বলেন, দেশের অঅর্থনৈতিক সমৃদ্ধির প্রধান মাধ্যম প্রবাসীদের রেমিট্যান্সকে বাঁচিয়ে রাখতে আমাদেরকে টিকা দিন। আমাদের পরিবার ও এই দেশের জন্যই দূর প্রবাসে যেতে চাই। দেশের স্বার্থে টিকা প্রদানে প্রবাসীদের অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও তারা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি তুলেন।
Drop your comments: