সিলেটে ভূমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে তানভির আহমদ (২০) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার রাত ১টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত তানভির আহমদ সদর উপজেলার খাদিমনগরের ইউনিয়নের ছালেহপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আব্দুল গণির ছেলেরা তাদের বাড়ির সামনে তানভিরের ওপর হামলা চালায়। এসময় তারা তানভিরের মাথায় ও ঘাড়ে একাধিক ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের পিতা শফিক মিয়া বলেন, জমি নিয়ে বিরোধ রয়েছে আব্দুল গণির পরিবারের সঙ্গে। এর আগে গণি মিয়ার ছেলে তোয়াহিদ, ভাতিজা পাপ্পু আমার ওপর হামলা চালায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার পর তারা আমার ছেলেকে একাধিকবার আক্রমণ করার চেষ্টা করে।
বুধবার বিকালে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার পথে গণি মিয়ার ছেলে ও ভাতিজা তাদের নয়াবাড়ির সামনে হামলা চালিয়ে মাথায় ও ঘাড়ে ৭/৮টি ছুরিকাঘাত করে। মাথার আঘাত গুরুতর হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে আমার ছেলের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানান।