সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ নেতাদের ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই নগরীর দাঁড়িয়াপাড়া এলাকায় আরেক ছাত্রলীগ কর্মীর ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৪)। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক রাকিবুল হোসেন নিজুকে (২০) গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৩ অক্টোবর) রাত ৮টার দিকে মোগলাবাজার থানাধীন চৌধুরী বাজার থেকে র্যাব-৯ এর এএসপি সামিউল আলমের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।
শুক্রবার (২ অক্টোবর) রাতে এ ধর্ষণের ঘটনায় থানায় নিজুকে প্রধান আসামি করে মামলা করেন কিশোরীর মা। গ্রেফতার হওয়া নিজু সিলেটের মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বলে পুলিশ জানায়।
প্রেমের ভান করে ও বিয়ে করার কথা বলে গত ২৯ সেপ্টেম্বর কিশোরীকে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করে মিজু। ছাত্রলীগের এই কর্মী দাঁড়িয়াপাড়ায় এলাকার ১৪/বি নং বাসার আব্দুল কাইয়ুমের ছেলে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজারে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি জানান, র্যাব গোপন তথ্যের ভিত্তিতে তাকে মোগলাবাজার থানাধীন চৌধুরীবাজার থেকে গ্রেফতার করে। এরপর সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাস জোর করে খোলা রাখে ছাত্রলীগের কিছু ক্যাডার। গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে প্রাইভেট কারে চড়ে কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসা এক নবদম্পতিকে আটক করে এই ছাত্রাবাসে নিয়ে এসে স্বামীকে ব্যাপক মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটায় ছাত্রলীগ নামধারী কয়েকজন ক্যাডার। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামিদের গ্রেফতার করেছে।