আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের গোলাপগঞ্জের ফুলবাড়ির হাজিপুর নয়াপাড়ায় কাভার্ড ও নোহা গাড়ির মুখামুখিতে ২ জন গুরুত্ব আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৬ অক্টোবর মঙ্গলবার সকালে।
দুর্ঘটনায় যারা আহতে হলেন তারা হলেন-কাভার্ড ভ্যান চালক মোহাম্মদ মিলন হোসেন (৪০), অপর আহত একজন হলেন নোহা চালক লোকমান হোসেন (৪২)।
আহত নোহা চালক লোকমান হোসেন মৌলভীবাজার জেলার গোলুয়া দাসের বাজার গ্রামের হাজীর আলীর ছেলে।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা কাভার্ড ভ্যান চালক মোহাম্মদ মিলন হোসেনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল নিয়ে যান এবং নোহা চালক নোহা চালক লোকমান হোসেনকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। কাভার্ড ভ্যান চালকের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-শ ১১- ১৪৮২) সিলেট থেকে কুলাউড়ার দিকে যাচ্ছিল এবং নোহা (চট্রমেট্রো-চ -১১-০৮৬৭) বিয়ানীবাজার থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর নয়াপাড়া নামক স্থানে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনর রশীদ চৌধুরী।