
আবু তালহা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী সহ সবাইকে টিকার আওতায় আনা হচ্ছে। সর্বশেষ (পঞ্চম) আদমশুমারি ২০১১ অনুযায়ী উপজেলার মোট জনসংখ্যা ১৩৩৩৩২ জন, এরমধ্যে করোনার প্রথম ডোজ টিকা পেয়েছেন ৯৯ হাজার ১ শত ২৩ জন। দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৭৩ হাজার ১ শত ৮৪ জন।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, মোট ৭৫ শতাংশ মানুষ টিকা পেয়েছেন। প্রথম ডোজ মেয়ে ৬১ হাজার ৪ শত ৫৭ জন ও পুরুষ ৪৭ হাজার ৬ শত ৬৬ জন। দ্বিতীয় ডোজ মেয়ে ৩৯ হাজার ১ শত ৮০ জন ও পুরুষ ৩৪ হাজার ৪ জন টিকা পেয়েছেন। বুস্টার ডোজ পেয়েছেন ৯ শত ৪৪ জন এর মধ্যে পুরুষ ৫৫৬ জন ও মেয়ে ৩৮৮ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহিম জানিয়েছেন, আমরা সবাইকে টিকার আওতায় আমার জন্য কাজ করে যাচ্ছি। মাধ্যমিক এর শিক্ষার্থীদের থেকে শুরু করে সবাইকে টিকা দিচ্ছি। মাধ্যমিকের যে সকল শিক্ষার্থীদের ভোটার আইডি কার্ড নেই তারা শুধুমাত্র জন্ম নিবন্ধন অথবা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসলেই টিকা পাচ্ছে। আমাদের এখনো পর্যাপ্ত পরিমাণ টিকা রয়েছে শতভাগ টিকা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি।