আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২২ মৌসুমে কৃষি পূনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সারে তিনটায় উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
পরে কামারখন্দের শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহোযোগিতায় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্মেষন প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী প্রমূখ।