সিডনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আব্দুর রহমান (২০) নামের বাংলাদেশি এক কোরআনের হাফেজ।
শনিবার (২ এপ্রিল) সিডনীর ক্যান্টারবেরি ব্যাঙ্কটাউন সিটির বাংলাদেশি অধ্যুষিত লাকেম্বার দারুল উলুম জামে মসজিদের খতমে তারাবির নামাজ শেষ করে প্রাইভেট কারে ওলংগং যাওয়ার পথে লিভারপুল-ওলংগং সড়কে দুর্ঘটনার কবলে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান হাফিজ আব্দুর রহমান। তিনি ওই মসজিদের খতমে তারাবির ইমাম ছিলেন। নিহতের মরদেহ লিভারপুল হাসপাতালে রাখা হয়েছে।
এদিকে দারুল উলুম জামে মসজিদের কমিটির কর্মকর্তারা আরো জানান, এ দুর্ঘটনায় হাফিজ আব্দুর রহমানের সাথে থাকা সমবয়সী আরো একজন হাফেজ আহত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনিও ওই একই মসজিদের খতমে তারাবির ইমাম ছিলেন। এ ঘটনার পর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
Drop your comments: