মো. রাসেল ইসলাম: “লাগালে বৃক্ষ সবাই থাকবে সুস্থ” এই প্রতিপাদ্যে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে যশোরের শার্শায় গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখা।
শুক্রবার বিকালে শার্শার শ্যামলাগাছি ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার সভাপতি দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় আয়োজিত কর্মসূচীতে অংশগ্রহন করেন যশোর জেলা নির্বাহী সদস্য জাকির হোসেন মনির, কার্য্যনির্বাহী সদস্য শাহাজান আলী, সহ ধর্মবিষয়ক সম্পাদক মো: ইজার আলী, সাংবাদিক রাসেল ইসলাম, সবুজ হোসেন, আশরাফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
গাছের চারা বিতরণ কর্মসূচী শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি তাদেরকে স্মরণ করে রাখতে বৃক্ষ রোপণ করা হয়। এসময় দুই শতাধিক শিশু ও বয়স্ক নারী পুরুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।