
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সারাদেশে ১৬৫ টি চা বাগানের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজারেও হবিগঞ্জ জেলা জুড়ে বিক্ষোভ মিছিল ও ২ ঘন্টার কর্মবিরতি পালন করেছে চা শ্রমিকরা। এদিকে মৌলভীবাজার জেলার প্রায় প্রত্যেকটি উপজেলার চা শ্রমিকদের এই কর্মসূচি পালনে শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ উপস্থিতি চোখে পড়ার মতো।মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কমলগঞ্জ, বড়লেখা, রাজনগর, জুড়ী, কুলাউড়া উপজেলায় এর ব্যতিক্রম নয়।
দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে হবিগঞ্জের ২৬ চা বাগানের শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। বুধবার (১০ আগস্ট) সকালে দুই ঘণ্টা কর্মবিরতির পর বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
জানা গেছে, চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই মজুরি দিয়ে পরিবার নিয়ে চলা অসম্ভব। তাই তারা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা বলেন, তিন দিনের ২ ঘণ্টা করে কর্মবিরতির দ্বিতীয় দিন পালন করেছি। তবুও মালিকপক্ষ মজুরি বাড়ায়নি। এখন রাজপথে দুর্বার আন্দোলন হবে।
বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি খায়রুন আক্তার বলেন, প্রতিটি বাগানে শ্রমিকদের একটাই দাবি, দৈনিক মজুরি ৩০০ টাকা করতে হবে। নাহলে চা শ্রমিকরা দুই বেলা খাবার যোগাড় করতে পারবে না। আর দেশের সাধারণ নাগরিক সুবিধা তো চা শ্রমিকদের কাছে স্বপ্নের মতো।