আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাবেক সচিব এবং জনতা মঞ্চের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন খুবই কাছের মানুষ মোঃ হেমায়াত উদ্দিন তালুকদার (৭৪) আর নেই। শুক্রবার (১৮মার্চ) রাত সাড়ে ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোঃ হেমায়েত উদ্দিন তালুকদার ১৯৪৮ সালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামে জন্মগ্রহন করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। ১৭ই মার্চ (বৃহস্পতিবার) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এক সংগে কেক কাটার পর অসুস্থ বোধ করলে তখনই বাড়িতে চলে যান, ঐ দিন সন্ধ্যায় বেশি অসুস্থ বোধ করলে ওনাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরের দিন (শুক্রবার)শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু রাত সাড়ে ১০টায় ডাক্তার তার মৃত্যু ঘোষনা দেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোঃ হেমায়েত উদ্দিন তালুকদার স্ত্রী এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রখে যান। গতকাল শনিবার বাদ আছর পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালীন কমান্ডার এবং অন্যতম সংগঠক হিসেবে যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার একজন একনিষ্ঠ দেশ প্রেমিকের নাম বাংলাদেশের ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবেন।