নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিশি বৈঠকে ডেকে নিয়ে সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। কুপিয়ে গুরুতর আহত করে তার ডান হাতের রগ কেটে দেয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় সাবেক ওই ছাত্রলীগ নেতা হানজালা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালা ও উপজেলা ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক আতিকুর রহমান মঈনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
শনিবার দুপুরে হানজালা ও মঈনের দুই অনুসারীর মধ্যে মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য গত রাতে হানজালাকে শিংলাবো এলাকায় ডেকে নেন মঈন। বিচারের মধ্যে সেখানে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে হানজালাকে এলোপাতারি কুপিয়ে জখম করা হয়।
Drop your comments: