সাধারণ ছুটি না বাড়িয়ে লকডাউন শিথিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সরকারের প্রজ্ঞাপন জারিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমরা শুরু থেকেই লকডাউন শিথিল করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলাম। আমরা সব সময়ই বলেছি জীবনের সঙ্গে জীবিকার কথাও ভাবতে হবে। হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও সরকারের আজকের প্রজ্ঞাপন সময়ের দাবি।
সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিএম কাদের।
Drop your comments: